ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পদ্মফুল তুলতে গিয়ে ৪ চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৪:১০ এএম
নিহত চার চাচাতো বোনকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা

মেহেরপুর সদর উপজেলায় বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার রাজনগর গ্রামের মসুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুস সামাদের মেয়ে ফাতেমা (১৪) ও আফিয়া (১২), ইসহকের মেয়ে মিম (১৪) এবং শাহারুলের মেয়ে আলিয়া (১০)। 

এর মধ্যে নিহত ফাতেমা মুমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী, মীম আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এবং আফিয়া ও আলিয়া আমঝুপি তৃণমূল মডেল একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্মফুল তুলতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে এলাকাবাসী বিলের পানিতে একে একে চারজনের মরদেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামীম হোসেন জানান, বিলের মাঝখানে গভীর একটি গর্তে ডুবে যায় চার শিশু। ফায়ার ফাইটারদের তৎপরতায় মরদেহ উদ্ধার করা হয়।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি জেলায় শিশুদের সাঁতার শেখানোর বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।