বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় ১২ বছরের ইউ জিদি
জুলাই ১৭, ২০২৫, ০৪:৫৫ পিএম
মাত্র ১২ বছর বয়স, কেউ কেউ তখন ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রী। অথচ চীনের ইউ জিদি ইতোমধ্যে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছেন। একমাত্র প্রতিযোগী হিসেবে নয়, সম্ভাব্য পদকজয়ী হিসেবেও!
চলতি জুলাইয়ের শেষে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন এই বিস্ময় বালিকা।
বয়স অনুযায়ী যেখানে তার খেলাধুলার শুরু হওয়ার কথা,...