রাজধানীর পুরান ঢাকার জনসন রোডে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মামুনের নামে একাধিক হত্যা মামলা ছিল। একসময় মামুন ইমনের সহযোগী ছিলেন। অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এই বিরোধকে কেন্দ্র করে হত্যাকা- ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী দীপাও সন্দেহ করছেন, তার স্বামীকে ইমন বাহিনী হত্যা করেছে। দুই বছর আগে ২০২৩ সালেও তেজগাঁওয়ে একবার মামুনকে হত্যাচেষ্টা চালানো হয়েছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি বলেন, ‘নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার সন্দেহভাজন আসামি। মামুন আদালতে হাজিরা দিতে ওই এলাকায় এসেছিলেন। যারা গুলি চালিয়েছে আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি। মামুন যে-ই হোক, তাকে হত্যা করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। আইন সবার জন্য সমান।
ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, গতকাল সকাল ১১টার দিকে পুরান ঢাকায় আদালতের বিপরীত পাশের সড়কে তাদের হাসপাতালের সামনে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে একজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা যায়, সকাল ১০টা ৫১ মিনিটের দিকে ন্যাশনাল হাসপাতাল থেকে মামুন বের হচ্ছিলেন। প্রধান ফটক পার হয়ে একটু সামনে রাস্তায় গেলে দৌড় দিয়ে আবার হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন। তখন হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনকেও ছোটাছুটি করতে দেখা যায়। তখনই দুই-তিনজন দুবর্ৃৃত্তকে পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যেতে দেখা যায়।
নিহতের পূর্বপরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে মামুনের পরিচয় শনাক্ত করেন। তিনি বলেন, ‘নিহতের নাম তারিক সাইফ মামুন। ব্যবসায়ী তিনি। এর আগে গাজীপুরে আমাদের পরিচয় হয়েছিল।’ নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, মামুনের বাবার নাম এস এম ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়।
নিহতের স্ত্রী দীপা জানান, তাদের বাসা আফতাবনগর এফ ব্লকে। ২ মেয়ে নিয়ে সেখানে থাকেন। মিরপুরে গার্মেন্টস ব্যবসা রয়েছে মামুনের। তিনি বলেন, ২ দিন পর আজ (গতকাল) সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন মামুন। যাবেন জজকোর্টে একটি মামলার হাজিরা দিতে। এরপরই তার মৃত্যুর খবর আসে ফোনে। তিনি বলেন, কারা আমার স্বামীকে খুন করেছে জানি না। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন ছাড়া কেউ এই কাজ করে নাই। কয়েক দিন আগে ইমনই লোক দিয়ে মামুনকে মারধর করেছিল। তবে ইমন কে, সে বিষয়টি বলতে তাৎক্ষণিক রাজি হননি তিনি।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার সন্দেহভাজন আসামি মামুনকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। তখন ভুবন চন্দ্র শীল নামে একজন আইনজীবী মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তার মাথায় একটি গুলি লাগে। পরে তিনি মারা যান। ওই হামলার প্রায় তিন মাস আগে জামিনে জেল থেকে বেরিয়ে আসেন মামুন। তিনি ২৬ বছর ধরে কারাগারে ছিলেন।
রক্তাক্ত হয়ে মামুন পড়ে যান, এরপরও ৬-৭টি গুলি
এদিকে ঘটনাস্থলে একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা ঘটনার বর্ণনা দেন। ঘটনার সময় পাশে ছিলেন আবির নামের এক ব্যক্তি। তিনি জানান, আমার সামনেই কয়েকটি গুলির শব্দ হয়। পরে রক্তাক্ত হয়ে মামুন পড়ে যান।
এ ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী মিরাজ মিয়া বলেন, ‘আমি হাসপাতালের ফটকের পাশে দাঁড়িয়ে ছিলাম। দেখি, একটা লোক দৌড়ে হাসপাতালের দিকে আসছেন। পেছন থেকে দুজন মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি গুলি ছোড়েন। প্রথম গুলি হাসপাতালের ওপরের দিকে করেন। সেটা সোজা তিনতলার কাচে গিয়ে লাগে। ছয় থেকে সাতটি গুলি ছোড়েন তারা। এরপর এক ব্যক্তি বুকের ডান পাশে গুলি করেন। তার হাতেও গুলি লাগে।’ পেছন থেকে গুলি করা ব্যক্তিরা মাস্ক পরে ছিলেন বলে জানান আরাফাত নামের আরেক ব্যক্তি। তিনি জানান, দুজনই লাল-কালো রঙের একটি মোটরসাইকেল থেকে নেমে গুলি করা শুরু করেন।
নিহত ব্যক্তি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন, বলছে ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র। অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানায় পুলিশ।

