উত্তরাঞ্চলের প্রাচীন শহর বগুড়াতে জ্যেষ্ঠতম বেসরকারি বিশ্ববিদ্যালয় পু-্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গতকাল সোমবার প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি র্যালি বের করে। র্যালিটি নতুন একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আফসার আলী এফসিএমএ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আলী হাসান প্রমুখ।
র্যালি শেষে উপাচার্য মহোদয় তার বক্তব্যে বলেন, ‘৫৩১ বছর পূর্বে হিসাব বিজ্ঞানের সূত্র সম্পদ=দায়+মালিকানাস্বত্ব, লুকা ডি প্যাসিওলির সূত্রের হিসাববিজ্ঞান অদ্যবধি বিজনেস ওয়ার্ল্ড এ দাপটের সঙ্গে সমভাবে প্রয়োগ ও বিরাজমান’। ট্রেজারার প্রফেসর সুজন শাহ-ই-ফজলুল বলেন, ‘প্রযুক্তির যুগে এআই-এর সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করে হিসাববিজ্ঞান এর পাঠ গ্রহণ ও প্রয়োগ এগিয়ে নেওয়া আবশ্যক’।
আফসার আলী এফসিএমএ বলেন, দিবসটি পালনের মাধ্যমে পু-্র ইউনিভার্সিটি এর অংশীদার হলো।
উল্লেখ্য, হিসাববিজ্ঞানের জনকের প্রতি সম্মান জানানোর জন্য প্রতিবছর বিশ্বব্যাপী ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসটি মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়।

