ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:২১ এএম

বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভুট্ট ইসলাম (৫০) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্বাধীন (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত ভুট্ট ইসলাম ওই গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত স্বাধীন একই এলাকার আবু সাইদের ছেলে।

জানা যায়, ভুট্ট ও তার পরিবার একটি জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। কিন্তু ওই জমি স্বাধীন ও তার পরিবারের সদস্যরা তাদের বলে দাবি করে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মাঝে বিরোধ বাধে। তারই ধারাবাহিকতায় সন্ধ্যা ৬টার দিকে দুই পরিবারের লোকজনের মাঝে বাগবিত-া শুরু হয়। এতে একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ভুট্ট গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে নিকটস্থ সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেইসঙ্গে স্বাধীন (১৮) নামে প্রতিপক্ষের এক যুবকও গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে গাবতলী থানার ওসি মো. সেরাজুল হক বলেন, থানার কৃত্তনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভুট্ট নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া স্বাধীন নামে অপর পক্ষের আরও একজন আহত হয়েছেন।