থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্তের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার কোস্ট গার্ড। এ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজ শত শত মানুষ। নৌকায় প্রায় ৩০০ যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই রোহিঙ্গা। খবর বিবিসি।
মালয়েশিয়ার মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে একটি বড় জাহাজে যাত্রা শুরু করে অভিবাসনপ্রত্যাশীরা। পরে তারা ছোট ছোট নৌকায় বিভক্ত হয়ে যায়।ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকাটি মালয়েশিয়ার রিসোর্ট দ্বীপ লাংকাউইয়ের কাছে ডুবে গেছে। উদ্ধার তৎপরতা দ্বিতীয় দিনে গড়িয়েছে এবং ১৭০ বর্গ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ২৫৬ বর্গ নটিক্যাল মাইল জুড়ে চলছে তল্লাশি। মালয়েশিয়ার মেরিটাইম কর্তৃপক্ষ আশা করছে, এই তল্লাশি অভিযান সাত দিন পর্যন্ত চলবে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, উদ্ধার হওয়া ১৩ জনের মধ্যে ১১ জনই রোহিঙ্গা এবং বাকি দুজন বাংলাদেশী নাগরিক। মালয়েশিয়ার কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৭০ জন আরোহী ছিল। বাকি অভিবাসীবাহী নৌকাগুলোর অবস্থা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

