ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মক্কা থেকে বিয়ের খবর

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:৪৪ এএম

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন এ প্রজন্মের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গত রোববার পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন তিনি। অভিনেত্রীর স্বামীর নাম রাকিবুল হাসান। তার বাড়ি নারায়ণগঞ্জ। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল পেশায় ব্যবসায়ী। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

প্রিয়াঙ্কা বলেন, ‘হুট করেই পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছি। জীবনসঙ্গী হিসেবে সৎ ছেলে বেছে নিয়েছি। স্বামীর চেয়ে তার মা আমাকে বেশি পছন্দ করেছেন। পারিবারিকভাবে আমাদের কাবিন হয়েছে। জানুয়ারিতে অনুষ্ঠান করব। বিয়ের পরের দিন আমরা ওমরাহ হজ করতে মক্কা এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

যোগ করে তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল। সেই সাক্ষাৎকারে উপস্থাপিকা আমাকে প্রশ্ন করেছিল বিয়ের পর কোথায় যেতে চান। আমি বলেছিলাম স্বামীকে নিয়ে মদিনায় যাব। আল্লাহ আমার সেই কথা কবুল করেছেন। বিয়ের পরের দিনই মদিনায় আসি।’

প্রিয়াঙ্কার স্বামী রাকিবুল বলেন, ‘বিয়ের আগে আমি তাকে চিনতাম না। ভাইরাল ভিডিও দেখে পাগল মনে করেছিলাম। কিন্তু এখন তিনিই আমার জীবনসঙ্গী হয়েছে। আমার মা প্রিয়াঙ্কাকে ভীষণ পছন্দ করেছে। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চাই।’

শোবিজাঙ্গনে কাজ করলেও ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে এই অভিনেত্রীর। বিয়ের পর অভিনয় চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি। সেইসঙ্গে জানালেন, জন্মদিনের চেয়ে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা করবেন। আগামী ২৪ নভেম্বর দেশে ফিরবেন তিনি।

মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন প্রিয়াঙ্কা। শোবিজে তার শুরুটা হয় উপস্থাপনা দিয়ে। এরপর অনেক নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। চলতি বছর আত্মপ্রকাশ করেন ব্যবসায়ী হিসেবে।