শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন। বিরতি পেরিয়ে এখন গানে সরব তিনি। নতুন গান ও স্টেজ শো নিয়ে তার ব্যস্ততা যাচ্ছে। সম্প্রতি প্রকাশ করেছেন ‘আমি চাইব না’ শিরোনামের নতুন একটি গান। দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হওয়া গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই এঞ্জেল।
নিজের নতুন গান নিয়ে সুমন বলেন, ‘আমি গানের মানুষ, এটা নিয়ে থাকতে চাই। তাই সবসময় চেষ্টা করি নিজের সেরাটি দিতে। কারণ শ্রোতারাই আমার শক্তি। তাদের ভালো লাগলেই আমাদের কষ্ট সফল হয়। নতুন এ গানটি এরই মধ্যে প্রকাশ হয়েছে। শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’
নব্বইয়ের দশকে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া এই সংগীতশিল্পী দীর্ঘ
বিরতির পর গত বছর থেকে নিয়মিত হয়েছেন গানে। এরপর থেকে নতুন উদ্যমে কাজ করছেন তিনি। টিভিতে নিয়মিত শো, স্টুডিওতে কাজÑ সব মিলিয়ে গানে ব্যস্ত সময় যাচ্ছে এই শিল্পীর।

