যশোরের বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় দীপক কুমার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। দীপক কুমার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের পুত্র।
স্থানীয় একটি সূত্র বলেছে, দীপক কুমার বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তিনি দলটির কোন স্তরের নেতা এখন পর্যন্ত জানা যায়নি।
জানা যায়, দীপক কুমার বিশ্বাস মেডিকেল ভিসায় স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে আসেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে দেখা গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।
ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীপক কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি বিস্ফোরক আইন অনুযায়ী দায়ের করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দীপক কুমার বিশ্বাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



