ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১১:২২ পিএম
নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ প্রশাসন। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে তথ্যদাতাকে আর্থিক পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বিজ্ঞপ্তিতে উদ্ধার হওয়া অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে: গুলি-৫০০ টাকা, পিস্তল-৫০ হাজার টাকা, শর্টগান-৫০ হাজার টাকা, রাইফেল-১ লাখ টাকা, এসএমজি (সাবমেশিনগান)-১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি (লাইট মেশিনগান)-৫ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে জেলার কয়েকটি থানার অস্ত্রাগার থেকে কিছু অস্ত্র লুট হয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধার এখন পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধার শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই যেকোনো ব্যক্তি তথ্য দিয়ে সহযোগিতা করলে তাকে যথাযথভাবে সম্মান ও পুরস্কৃত করা হবে।’