ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রামপুরায় ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৩:৪৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজের ভবন। ছবি- সংগৃহীত

রাজধানীর রামপুরায় ফরাজী হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় আরাফ নামে ৮ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশু মারা গেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করে।

নিহত আরাফ রামপুরার বনশ্রী এলাকার আজহারুল ইসলামের ছেলে। সে বনশ্রী এলাকায় স্পেশাল প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ছিল।

নিহত আরাফের খালু আবু জাফর জানান, আরাফ প্রতিবন্ধী শিশু ছিল। আজ সকালে বনশ্রীর বাসা থেকে আয়া (কাজের বুয়া) সোনিয়ার সঙ্গে সে বনশ্রীর স্পেশাল প্রতিবন্ধী স্কুলে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় আরাফ। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আরাফ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।