ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাজধানীতে দুই বাসে আগুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৯:৫৬ এএম
ছবি- সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

সোমবার (১০ নভেম্বর) ভোররাতে দুটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, বাসে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করছেন, আগুনটি নাশকতা নাকি দুর্ঘটনাজনিত তা নিশ্চিত হতে তদন্তের মাধ্যমে জানতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় বাস ও গণপরিবহনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে।