রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই কলেজের সামনে ফাঁকা স্থানে কয়েকজন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, একই দিন সকালে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হননি। এ ছাড়া মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে দুটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


