ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রকাশ্যে খুন হওয়া কে এই শীর্ষ সন্ত্রাসী মামুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:২৪ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন তারিক সাঈফ মামুন (৫৫) নামে এক ব্যক্তি। পুলিশ জানায়, নিহত মামুন ছিলেন দেশের শীর্ষ সন্ত্রাসীদের একজন। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সশস্ত্র দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত স্থান ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তির পরিচয়পত্রে তার নাম লেখা আছে তারিক সাঈফ মামুন, বাড়ি লক্ষ্মীপুরে।

ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অতীত অপরাধ ইতিহাস

তারিক সাঈফ মামুন ও সানজিদুল ইসলাম ওরফে ইমন একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তারা একসঙ্গে গড়ে তুলেছিলেন কুখ্যাত ‘ইমন-মামুন বাহিনী’, যারা দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলোতে চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। সে সময় গুলিটি মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায় লাগে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তদন্তে জানা গিয়েছিল, ওই হামলার পেছনে ছিল কারাবন্দি সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগীরা। কয়েক মাস আগে জামিনে মুক্তি পান মামুন।

পুলিশ বলছে, পুরান ঢাকার এ হত্যাকাণ্ডটি পুরোনো বিরোধের জেরেই সংঘটিত হতে পারে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।