চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ রেঞ্জে সরকারি বনরক্ষার দায়িত্ব পালনকালে গাছ চোরাকারবারিদের হামলায় বন বিভাগের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হাসনাবাদ বিটের পশ্চিমাংশে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। আহতরা হলেন, হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রব্বানী এবং বনকর্মী সোহেল।
নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা হাসনাবাদ বিটের পশ্চিম পাশে সরকারি বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় রেঞ্জ কর্মকর্তা সিফাত ও বনকর্মী সোহেল বাধা দিতে গেলে উত্তেজিত চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা অন্ধকারের মধ্যে গা ঢাকা দেয়। আহতদের উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়’ উল্লেখ করে বলেন, ‘সরকারি দায়িত্ব পালনে বাধা ও কর্মকর্তাদের ওপর হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


