ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মেসির রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে সোমবার সকালে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক রহস্যময় ছবি পোস্ট করে বার্সেলোনা সমর্থকদের নতুন করে উচ্ছ্বাসে ভাসিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, দীর্ঘ দুই দশকের স্মৃতিবহুল সেই ক্যাম্প ন্যুর সবুজ ঘাসে আবারও পা রাখছেন তিনি। হঠাৎ এমন ‘ফিরে আসা’কে কেন্দ্র করে মুহূর্তেই শুরু হয়েছে জোর গুঞ্জন—তাহলে কি বার্সায় ফিরছেন মেসি?

শুধু ছবি নয়, সেই পোস্টের আবেগঘন ক্যাপশন আরও বাড়িয়ে দিয়েছে কৌতূহল। মেসি লিখেছেন, গতরাতে ফিরেছিলাম এমন এক জায়গায়, যাকে আমি হৃদয়ের গভীর থেকে মিস করি। যেখানে আমি ছিলাম অসীম সুখে, যেখানে তোমরা আমাকে হাজারবার বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বানিয়েছ।

তবে আলোচনার মূল জন্ম দিয়েছে শেষের অনুচ্ছেদটি। খোলাসা করেই মেসি লিখেছেন, আশা করি কোনো একদিন ফিরতে পারব, শুধু বিদায় জানাতে নয়… বরং ঠিকভাবে শেষ করতে, যা কখনও পারিনি। এই এক বাক্যেই কাঁপছে বার্সা বোর্ডরুম।

এ মুহূর্তে অন্য একটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ থাকলেও তার এই বার্তা স্পষ্ট করে দিয়েছে—বার্সেলোনা এখনো আছে তার হৃদয়ের কেন্দ্রে। ২০২১ সালের হঠাৎ প্রস্থান ছিল বেদনাদায়ক; সমর্থকদের কাছেও ছিল অপূর্ণ বিদায়।