নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ক্ষমতা হস্তান্তর দলে স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিকেশনস স্ট্র্যাটেজিস্ট জারা রহিম। পুরো দলটি নারীদের নেতৃত্বাধীন এবং ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সময় প্রশাসনকে নির্দেশনা দেবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জারা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মামদানির সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। দলে তার সঙ্গে রয়েছেন মায়া হান্ডা, তাশা ভ্যান অকেন ও ফাইজা আলিসহ একদল বৈচিত্র্যময় নারী। নির্বাচনি প্রচারণায় এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যা মামদানির জয়ের পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের আমেরিকান জারা বাংলাদেশি অভিবাসী বাবা-মায়ের সন্তান। তারা ১৯৮০-এর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
মামদানির প্রচারণায় যোগদানের আগে তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অধীনে ইউনুস সেন্টারে কাজ করেছেন। পরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনর্নির্বাচনি প্রচারণায় ফ্লোরিডার ডিজিটাল কনটেন্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন।
এরপর তিনি হোয়াইট হাউসের অফিস অব ডিজিটাল স্ট্র্যাটেজিতে দায়িত্ব পালন করেন এবং হিলারি ক্লিনটনের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কাজ করার পাশাপাশি উবার, ভোগ ও দ্য উইং-এর মতো প্রতিষ্ঠানে সিনিয়র কমিউনিকেশনস পদে কর্মরত ছিলেন।

