ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

কম্বোডিয়ার সঙ্গে হওয়া শান্তিচুক্তি বাতিলের হুমকি থাইল্যান্ডের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৪:৫০ পিএম
আহত সেনাকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কম্বোডিয়ার সঙ্গে হওয়া শান্তিচুক্তি বাতিলের হুমকি দিয়েছে থাইল্যান্ড। সোমবার (১০ নভেম্বর) সীমান্তে কম্বোডিয়ার পুঁতে রাখে মাইনে থাইল্যান্ডের ২ সেনা আহত হওয়ার পর এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। গত ২৬ অক্টোবর মালয়েশিয়ায় ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে থাইল্যান্ড কম্বোডিয়া।

গত জুলাই মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার এ দুটি দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পাঁচদিন যুদ্ধ চলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকিতে রণে ইস্তফা দেয় থাইল্যান্ড কম্বোডিয়া। এ যুদ্ধে ডজন খানেক লোক নিহত হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ।

যুদ্ধবিরতির চুক্তি অনুসারে, বন্দি থাকা ১৮ কাম্বোডিয়ান সৈন্যের মুক্তি দেওয়ার কথা ছিল থাইল্যান্ডের। মাইন বিস্ফোরণের পর আপাতত তাদের মুক্তি স্থগিত করছে ব্যাংকক। ২১ নভেম্বর থেকে এই বন্দীদের মুক্তি শুরু হওয়ার কথা ছিল।