ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সাবেক ‘স্বৈরশাসক’ সোহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দিল ইন্দোনেশিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:৩৮ পিএম
ইন্দোনেশিয়ার সাবেক ‘স্বৈরশাসক’ সোহার্তো। ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ার সাবেক ‘স্বৈরশাসক’ সোহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো । সোমবার (১০ নভেম্বর) জাকার্তার রাষ্ট্রপতি ভবনে জাতীয় বীর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। সোহার্তো তিন দশকেরও বেশি সময় রাষ্ট্রপতি হিসেবে ইন্দোনেশিয়া শাসন করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। 

সোহার্তোর পাশাপাশি আরও নয়জন বিশিষ্ট ব্যক্তিকে দেশের প্রতি অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান ‘গুস দূর’ ওয়াহিদ, নিহত শ্রমিক অধিকারকর্মী মারসিনাহ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোকতার কুসুমাআতমাদজা, যিনি ইন্দোনেশিয়াকে ‘দ্বীপপুঞ্জ রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার ধারণাটি উপস্থাপন করেছিলেন।

এই সিদ্ধান্তের পর মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে। তারা সরকারের বিরুদ্ধে সোহার্তোর স্বৈরাচারী শাসনকালকে বৈধ প্রতিষ্ঠা করার অভিযোগ তুলেছে। অন্যদিকে প্রাবোও সরকারের মন্ত্রীরা এই পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, সোহার্তোর অর্থনৈতিক অবদানই ছিল দেশের উন্নয়নের ভিত্তি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো অমূলক।