ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে সরকার : পরিবেশ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৪:১১ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছু চেষ্টা হবে, দেশবাসী আতঙ্কিত হবেন না। সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার হাঁটছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, গণভোট ও জুলাই সনদ বিষয়ে এখন কোনো রাজনৈতিক দলকে ডাকা হবে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সিদ্ধান্ত নেওয়ার জন্যই সরকার গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা কিন্তু একটা প্রচণ্ড গণ-অসন্তোষের মুখে পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। এখানে নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে।
 
যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখন সরকার হিসেবে সর্বোচ্চটুকু দিয়ে সেই অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
 
উপদেষ্টা বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদের রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে।’