ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ঢাকা লকডাউন কার্যক্রমের প্রস্তুতিকালে পীরগাছায় যুবলীগ নেতা আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:২৪ পিএম
আটক আমজাদ হোসেন । ছবি- সংগৃহীত

ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সময় রংপুরের পীরগাছা থেকে যুবলীগ নেতা আমজাদ হোসেনকে (৫০) আটক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে পুলিশ।

আটক আমজাদ হোসেন উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া এলাকার আনসার আলীর ছেলে। তিনি কৈকুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে। তবে এ কর্মসূচি ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশ জানায়, কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন আমজাদ হোসেন। খবর পেয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে আমজাদের উসকানিমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’