ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:৩৮ পিএম
আটককৃতরা । ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। আটককৃতরা সবাই বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করছিলেন।

র‌্যাব-১৫ এর একটি বিশেষ দল শনিবার (৯ নভেম্বর) রাতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্যদের নিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় এ অভিযান চালায়।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা  আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কিছু রোহিঙ্গা পরিবার দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে স্থানীয় এলাকার ভাড়া বাসায় বসবাস করছে। অভিযান চালিয়ে ৫টি পরিবারের মোট ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়, যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী।

তিনি আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে, রোহিঙ্গা শরণার্থীরা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বের হয়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নিচ্ছে। তাদের মধ্যে অনেকেই খুন, ছিনতাই, মাদকপাচার, ডাকাতি, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা কক্সবাজারসহ আশপাশের জেলার আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবস্থান রোধ ও অপরাধ দমনে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটক ১৮ জন রোহিঙ্গাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, এর আগে টেকনাফের বিভিন্ন এলাকায় তিন দফা অভিযানে অবৈধভাবে বসবাসরত বহু রোহিঙ্গা পরিবারকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শরণার্থী ক্যাম্পের বাইরে গোপনে বের হয়ে স্থানীয় সমাজে মিশে যাচ্ছেন, যা নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।