ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফরমে সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে ট্রেন ঢুকতে পারছে না। কারণ খুঁজতে গিয়ে জানা যায়, কিছু সময়ের ব্যবধানে দুবার সিগন্যাল পোস্টের ক্যাবল চুরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চলতি মাসে প্রতিদিনই ক্যাবল চুরি ঘটনা ঘটেছে। গত মাসে চুরি হয়েছে ট্রান্সফরমার।
এতে ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটছে। চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। ট্রেন পরিচালনায় সিগন্যাল অর্থাৎ সংকেত একটি গুরুত্বপূর্ণ দিক। ট্রেন চলা ও থামার জন্য লাল, সবুজ, হলুদ সংকেত ব্যবহার হয়ে থাকে।
এসব পরিচালনায় যে পোস্ট থাকে সেগুলোতে বিশেষ তারের ব্যবহার হয়। চোর আর দুবৃত্তদের দৃষ্টি এখন এসব তারে। ঢাকা-চট্টগ্রাম পথের আশুগঞ্জ থেকে আখাউড়া, আখাউড়া-সিলেট পথের হবিগঞ্জের নোয়াপাড়া পর্যন্ত নিয়মিত সিগন্যাল ক্যাবল চুরি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ নিয়ে বেশ দুশ্চিন্তায়।
তারা বলছেন, তার চুরি রোধ করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি এলাকাবাসীকেও সচেতন হতে হবে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মো. নূর নবী বলেন, ‘সকালে স্টেশনে এসে বিষয়টি জানতে পেরেছি। ৩ নম্বর প্ল্যাটফরমে লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’
আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের বলেন, ‘আখাউড়া দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কি পরিমাণ তার চুরি হয়েছে সেটি দেখে বলতে হবে। নতুন করে তার লাগিয়ে ১ ও ২ নম্বর প্ল্যাটফরমে ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে এতে কিছুটা সময় লাগবে।’
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ‘এর আগে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ঘটনারও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


