রাজধানী ঢাকা আজ সোমবার (১০ নভেম্বর) নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে মুখর থাকবে। দিনের শুরু থেকেই বিভিন্ন দল, সংস্থা ও সংগঠন তাদের নিজ নিজ আয়োজন পরিচালনা করবে।
বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় গুলশান চেয়ারপারসন অফিসে জাসাসের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
একই সময়ে ঠাকুরগাঁও জেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে গণসংযোগ ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল সাড়ে ৩টায় ওয়ারীর বুলবুল ললিতকলা একাডেমি প্রাঙ্গণে সাবেক মন্ত্রী ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বিকেল ৪টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ‘গণ প্রকৌশলী দিবস’ উপলক্ষে আলোচনা সভায় যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
একই সময়ে কলাবাগান থানার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। হাতিরপুল মোতালেব প্লাজার সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
ফয়েজ আহমদ তৈয়্যবের কর্মসূচি
বিকেল ৫টায় আগারগাঁও আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইটি কারিকুলাম বাস্তবায়নে কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের কর্মসূচি
সকাল ৯টায় আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে। এতে উপস্থিত থাকবেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধি দল।
জাতীয় শ্রমিক শক্তির কর্মসূচি
বিকেল ৩টায় বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, শ্রমিক সংহতি আন্দোলনের তাসলিমা আক্তার, অ্যাডভোকেট আতিকুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
অন্যান্য কর্মসূচি
বিকেল ৪টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন’সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।

