যুক্তরাষ্ট্রভিত্তিক টালবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডারশিপ পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। বৈশ্বিক পর্যায়ে উদীয়মান তরুণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই তাদের এই মনোনয়ন বিবেচনা করা হচ্ছে।
রোববার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে এই তথ্য নিশ্চিত করেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
তিনি লিখেছেন, আমার কয়েক বছর ধরে এই জুরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। এখনো এই পরিবারের অংশ হয়ে আছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি- ২০২৬ সালের জন্য বাংলাদেশের দুই তরুণী মনোনীত হয়েছেন। অভিনন্দন উমামা ও তিথি!
২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণার আগে চূড়ান্ত মনোনীত ১৫ জনের তালিকা প্রকাশ করেছে টালবার্গ ফাউন্ডেশন গ্লোবাল লিডারশিপ পুরস্কার কমিটি। টালবার্গ ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করা হয়।

