ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১০:৩৯ পিএম
২০২৬ সালে সরকারি কর্মচারীরা মোট ২৮টি ছুটি উপভোগ করতে পারবেন। ছবি- সংগৃহীত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ, বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী বছরে সাধারণ সরকারি ছুটি ১৪ দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া নির্বাহী আদেশের মাধ্যমে আরও ১৪ দিনের ছুটি দেওয়া হয়েছে।

অর্থাৎ, ২০২৬ সালে সরকারি কর্মচারীরা মোট ২৮টি ছুটি উপভোগ করতে পারবেন। তবে এর মধ্যে ৯ দিন শুক্রবার বা শনিবারে পড়ার কারণে কার্যকর মূল ছুটি হবে ১৯ দিন।

ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি

২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটির সংখ্যা ধার্য করা হয়েছে নিম্নরূপ:

  • মুসলিম পর্ব: ৫ দিন
  • হিন্দু পর্ব: ৯ দিন
  • খ্রিষ্টান পর্ব: ৮ দিন
  • বৌদ্ধ পর্ব: ৭ দিন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ছুটি।

এ ছাড়া, উপদেষ্টা পরিষদ গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘নির্বাহী আদেশ এবং সাধারণ ছুটি মিলিয়ে আগামী বছরে মোট ২৮টি ছুটি থাকবে। তবে সপ্তাহান্তের দিনগুলোর কারণে মূল ছুটির সংখ্যা ১৯ দিন হবে।’

ডিসেম্বর মাসে আসছে বিশেষ ছুটি

২০২৬ সালের নতুন বছরের আগে ডিসেম্বর মাসে দুটি বিশেষ সরকারি ছুটি রয়েছে:

  • ১৬ ডিসেম্বর (মঙ্গলবার)— বিজয় দিবস উপলক্ষে
  • ২৫ ডিসেম্বর— বড়দিন (খ্রিস্টানদের জন্য)

চলতি নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই, তাই এই মাসে সরকারি অফিস খোলা থাকবে।

সরকারি ছুটির তালিকা অফিস, স্কুল, আদালত ও অন্যান্য সরকারি সংস্থার কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, ডাকঘর ও স্বাস্থ্যকেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলোও এই তালিকার ভিত্তিতে তাদের ছুটি এবং কর্মসূচি সাজায়।

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশের মাধ্যমে কর্মচারীরা আগাম পরিবার ও ব্যক্তিগত পরিকল্পনা করতে পারবেন। এ ছাড়া, ধর্মভিত্তিক ছুটির অন্তর্ভুক্তি বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি ও ধর্মীয় প্রথা পালনে সহায়তা করবে।