আজ (১০ নভেম্বর) জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গেই দিনটি উদযাপন করছেন তিনি। তবে জন্মদিনের আগের দিনই এক ভিন্ন আবহে নিজেকে উপস্থাপন করে মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেত্রী।
রোববার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা একাধিক ছবি প্রকাশ করেছেন মিম। গোলাপি পোশাকে রোদ, সমুদ্র আর নীল আকাশের মেলবন্ধনে এক অনন্য সৌন্দর্যে ধরা দিয়েছেন তিনি। সৈকতের হাওয়া ও সূর্যাস্তের আলোয় মিমের হাসি যেন এক নির্মল প্রশান্তির ছোঁয়া এনে দিয়েছে ভক্তদের মনে।
জানা গেছে, জন্মদিনের দুদিন আগে পরিবারের সঙ্গে কক্সবাজার সফরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই কাটিয়েছেন কিছু নির্জন ও আনন্দঘন মুহূর্ত।
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু করেন মিম। দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে তিনি একাধারে অভিনেত্রী, মডেল ও উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রে তার অসামান্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
চিরচেনা গ্ল্যামার ও অভিনয়ের বাইরে মিমের আরেকটি পরিচয় হলো তিনি ভ্রমণপ্রেমী। দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসেন এই তারকা। ব্যক্তিগত জীবনে বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত।
সম্প্রতি বড় পর্দায় কিছুটা বিরতি নিলেও তিনি মডেলিং ও বিজ্ঞাপনজগতে সক্রিয়। বর্তমানে রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন মিম। তার সর্বশেষ আলোচিত সিনেমা ছিল রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’, যা বক্স অফিসে ব্যাপক সফলতা পায়।


