ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

মা হলেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০২:৩৮ পিএম
ক্যাটরিনা কাইফ। ছবি- সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। এটি দম্পতির প্রথম সন্তান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। এরপরই ইনস্টাগ্রামে যৌথ এক পোস্টে সুখবরটি শেয়ার করেন ভিকি-ক্যাট দম্পতি।

সাদা ব্যাকগ্রাউন্ডে শিশুর ইমোজি সংবলিত এক কার্ডে তারা লেখেন, আমাদের খুশির কারণ এসেছে। অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে আমরা আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানালাম।

পোস্টের নিচে তারা সন্তানের জন্মতারিখ হিসেবে “৭ নভেম্বর ২০২৫” উল্লেখ করেন।

২০২১ সালের ডিসেম্বরে ভালোবেসে রাজস্থানের রাজকীয় এক অনুষ্ঠানে বিয়ের পিঁড়িতে বসেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এরপর থেকে তাদের সংসার ঘিরে নানা সময়ে মাতৃত্বের গুঞ্জন উঠলেও, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ক্যাটরিনা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেবি বাম্পসহ ছবি প্রকাশ করে গুঞ্জনের অবসান ঘটান।

ইনস্টাগ্রামে ছেলে সন্তান জন্মের সুখবর দেন ভিকি-ক্যাট (বামে)। ছবি- সংগৃহীত

ভক্তরা সেই সময় থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের প্রথম সন্তানকে দেখার জন্য। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো।

এদিকে সন্তান জন্মের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও শুভকামনার বন্যা বয়ে যাচ্ছে। বলিউডের তারকা থেকে শুরু করে অসংখ্য ভক্ত—সবাই নবজাতকের সুস্থতা ও দম্পতির নতুন জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।