বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমীর আজ জন্মদিন।
সোমবার (৩ নভেম্বর) ৫২ বছরে পা রাখলেন এই গুণী শিল্পী।
১৯৭৩ সালের এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান।
ছোটবেলা থেকেই অভিনয় ও গানের প্রতি ছিল মৌসুমীর প্রবল আগ্রহ। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে অংশ নেন ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্টে’, যেখানে বিজয়ী হওয়ার পর টেলিভিশনের নানা বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন তিনি।
চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এই ছবিই তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। এরপর দোলা, অন্তরে অন্তরে, দেনমোহর, স্নেহ’র মতো অসংখ্য হিট চলচ্চিত্রে অভিনয় করে দ্রুত দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই কিংবদন্তি অভিনেত্রী।
দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে সক্রিয় মৌসুমী অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে ২০০৫ সালে ‘মেহের নিগার’ এবং ২০১৬ সালে ‘শূন্য হৃদয়’ নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।
‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ ও ‘দেবদাস’সহ বেশ কিছু সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বহু সম্মাননা যুক্ত হয়েছে তার ঝুলিতে।


