ভারতের তেলেঙ্গানায় যাত্রাবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
সোমবার (৩ নভেম্বর) সকালে জেলার ভিকারাবাদ–হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে দ্রুতগতির একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরটিসির একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকটি উল্টে গিয়ে বাসের ওপর পড়ে যায়।
চেভেল্লা কমিউনিটি হেলথ সেন্টারের (সিএইচসি) সুপারিনটেনডেন্ট ডা. রাজেন্দ্র প্রসাদ জানান, নিহতদের মধ্যে বাসচালক ও অন্তত ১০ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, আর গুরুতর আহতদের হায়দরাবাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

