বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসির আন্দরকিল্লা শাখার উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করছে। মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

