ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন শফিকুর রহমান

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৯:৫২ এএম
বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৬টার দিকে বিদেশ সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি সোমবার (৩ নভেম্বর) দলীয় মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, বিএনপি যে তালিকা দিয়েছে সেটি চূড়ান্ত নয়। ২৩৭টি আসনে তারা নাম ঘোষণা করলেও এখনো পরিবর্তনের সুযোগ আছে।

জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, এক বছর আগে আমরা আঞ্চলিকভাবে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিয়েছি। চূড়ান্ত তালিকা আমরা যথাসময়ে জানিয়ে দেব। জামায়াতে ইসলামী একা নির্বাচনে অংশ নেবে না, দেশ ও জাতির স্বার্থে অন্যান্য শক্তিকেও সঙ্গে রাখবে।

নিজের পুনর্নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে নির্বাচিত হইনি, বরং সহকর্মীরা আমার ওপর দায়িত্ব অর্পণ করেছেন। বিদেশ সফরের সময় দেশ ও জাতির স্বার্থে কথা বলেছি এবং সর্বত্র প্রশংসা পেয়েছি।

প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে জামায়াত আমির বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ, এবারই প্রথম প্রবাসীদের ভোটার তালিকায় ব্যাপকভিত্তিক সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন। তবে কিছু সমস্যা রয়ে গেছে। অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। যে সফটওয়্যার ইনস্টল করা হয়েছিল তা কাজ করেনি প্রপারলি। সংগত কারণে অনেকে আগ্রহ ও চেষ্টা সত্ত্বেও ভোটার হতে পারেননি।

তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে বলেন, ভোটার তালিকা তৈরির সময়সীমা কমপক্ষে ১৫ দিন বাড়ানো হোক, জটিলতাগুলো দূর করা হোক এবং প্রমাণের শর্ত সহজ করা হোক। একজন নাগরিকের এনআইডি ও বৈধ পাসপোর্ট থাকলেই তার পরিচয় যথেষ্ট।

ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রবাসীরা জাতীয় সংসদ ও সরকার পরিচালনায় ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে। সময় লাগলেও এটি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ আর এটাই আমাদের স্বপ্ন।