ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

মেয়ের পালিয়ে যাওয়ার দুঃখে মায়ের আত্মহত্যা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০১:৪৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্রী মেয়ের পালিয়ে যাওয়ার দুঃখে মিম বেগম (৩৭) নামে এক মা ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভাঙ্গা উপজেলার গোডাউন বালিয়া গ্রামের রেললাইন সংযোগ স্থানে এই হৃদয়বিদায়ক ঘটনা ঘটে।

নিহত মিম বেগম সৌদি প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী এবং তার কন্যা আশিকা (১৪) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

কয়েক দিন আগে আশিকা এক ছেলের সঙ্গে পালিয়ে গেলে মা পুলিশের সহযোগিতায় তাকে ফিরিয়ে আনেন। কিন্তু গতকাল মেয়েটি পুনরায় পালিয়ে যাওয়ায় মিম বেগম মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মিম বেগমকে স্থানীয়রা ভালো মানুষ হিসেবে তাকে জানেন।

ভাঙ্গা রেলওয়ে থানার ইনচার্জ সাফুর আহমেদ জানান, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।