ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম দৈনিক রূপালী বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রুমা নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।
ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘আটক জেসমিন আরা রুমা নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে বিগত ছাত্র-জনতার আন্দোলনে স্বশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’


