ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বড় সুখবর পেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ১২:০৫ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসরুমে শিক্ষিকা। ছবি- সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই অর্থ ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় বরাদ্দ করা হয়েছে।

চিঠি অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট, ফ্যাক্স ও টেলেক্স খাতে মাসিক ১,০০০ টাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে মাসিক ৫০০ টাকা ব্যয় করা যাবে। এ ছাড়া, যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন বা সরকারি কাজে ভ্রমণ করেন, তারা প্রচলিত বিধি অনুযায়ী ভ্রমণ ভাতা পাবেন।

এ ছাড়া, এই অর্থের মধ্যে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা, অফিস পরিচালনা, যোগাযোগ খরচ এবং অন্যান্য প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থ ইউপিইও (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস) ও টিপিইওর (থানা প্রাথমিক শিক্ষা অফিস) মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি অনুসারে ব্যয় করতে হবে এবং অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ি থাকবেন। একইসঙ্গে, বরাদ্দের অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩১ মের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

এই বরাদ্দকে প্রাথমিক শিক্ষকদের জন্য বড় একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। কারণ, দীর্ঘদিন ধরে অনেক বিদ্যালয়ে প্রশাসনিক ও পরিচালন ব্যয় মেটাতে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ ছিল। নতুন এ অর্থ বরাদ্দে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।