রাজধানীর শাহজাহানপুরে একটি ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে শাহজাহানপুরের বকশীবাগ এলাকার ৪৯৩/এ বাসার নিচ তলার ভাড়া বাসার কক্ষে তার মরদেহ মেলে।
মঙ্গলবার (৪ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, চলতি মাসের ১ তারিখে স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে তারা বকশীবাগের দ্বিতীয় তলা ভবনের নিচ তলার কক্ষটি ভাড়া নিয়েছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।’
পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে উল্লেখ করে এসআই বলেন, ‘ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী আজিজুর রহমান পলাতক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ যারা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’
নিহতের ভাই হৃদয় জানান, আশিকের সঙ্গে ৬ বছর আগে তার বোনের বিয়ে হয়। আশিক টেইলার্সের কাজ করত। আর তার বোন পোশাক শ্রমিক। তাদের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। তিন ভাই-বোনের মধ্যে সুরভী ছিল চতুর্থ।

