যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে রিপাবলিকান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পরিবারের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউমোনিয়া, হৃদ্যন্ত্র ও রক্তনালির জটিলতায় তার মৃত্যু হয়েছে।
ডিক চেনি রিপাবলিকান দলের রাজনীতিক ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৩ সালে ইরাক আক্রমণের অন্যতম প্রধান নীতি-নির্ধারক ছিলেন ডিক চেনি। ইরাকে সেই আক্রমণ তীব্র সমালোচনার সৃষ্টি করেছিল।

