বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি পাওয়ার জন্য শুরুতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলোচনায় বসে ৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে। তবে আলোচনা তালিকায় ডাক পায়নি চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। পরবর্তীতে বিসিবি প্রাথমিক তালিকা থেকে আরও তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেয়।
বাদ পড়ার তালিকায় চিটাগং কিংসের সঙ্গে যুক্ত হয় মাইন্ড ট্রির খুলনা টাইগার্সও। এ ছাড়া নোয়াখালিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করে আলোচনায় আসা প্রতিষ্ঠান বাংলা মার্ক লিমিটেডও প্রাথমিক তালিকায় টিকে থাকতে পারেনি। তবে দেশ ট্রাভেলস শেষ পর্যন্ত টিকে গেছে তালিকায়।
মঙ্গলবার ছিল বিপিএলের দল চূড়ান্ত করার শেষ সময়সীমা। এ লক্ষ্যে দুপুরে সভায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। সভা শেষে কর্মকর্তারা আসন্ন আসর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তারা পাঁচটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
আগে থেকেই ধারণা করা হচ্ছিল, এবারের বিপিএলে মোট ছয়টি দল খেলতে পারে। এর মধ্যে রংপুর রাইডার্স পূর্বের মতো ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে। বিপিএলের আগের আসরগুলোর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি এবার থাকছে না—এটা আগেই চূড়ান্ত ছিল, এবং শেষ পর্যন্ত সেটিই হয়েছে।


