রাজধানীর মালিবাগ এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন পোশাককর্মী। এই হত্যাকা-ের জন্য তার স্বামীকে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী আশিক মোল্লা। গত সোমবার রাতে সুরভীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন তালুকদার বলেন, গত রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে সুরভীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সুরভীর স্বামী আশিক মোল্লাহ তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে বকশিবাগ মালিবাগের ৩৯৩/এ নম্বর বাসার নিচতলায় একটি রুমে পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তার মধ্য থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত সুরভীর বড় ভাই হৃদয় খান সাংবাদিকদের জানিয়েছেন, তারা পুলিশের মাধ্যমে সোমবার রাত ১০টার দিকে জানতে পারেন, সুরভীকে হত্যা করা হয়েছে। ছয় বছর আগে আশিকের সঙ্গে সুরভীর বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সি একটি ছেলে রয়েছে। তবে সুরভীর সঙ্গে তাদের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ ছিল না বলে জানান তার ভাই হৃদয়।

