ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

প্রস্তুতিমূলক সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:১৮ এএম

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পবিপ্রবির ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মামুন অর রশিদ। সভায় বক্তব্য রাখেনÑ ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. খোকন হোসেন, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, এগ্রিকালচার ক্যামেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের  সিদ্ধান্ত গৃহীত হয়।