ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল ‘ষষ্ঠ ফাউন্ডেশন ডে’ উদযাপন করেছে। সম্প্রতি রাজধানীর ক্যাডেট কলেজ ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ চেয়ারম্যান জেসরিনা হায়দার। এ সময় ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ মমতাজ মহল রানু, চার্টার্ড প্রেসিডেন্ট ফরিদা জসিম, ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

