ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত ও ফুটপাত দোকান উচ্ছেদ অভিযানের সময় এক বৃদ্ধকে লাঠি হাতে শাসানোর অভিযোগ উঠেছে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে শহীদুল্লাহ হলের সামনে। ভিডিওতে দেখা যায়, সর্বমিত্র চাকমা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের তিন নিরাপত্তা কর্মীর সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় ‘প্রক্টরিয়াল বডির সদস্য’ লেখা জ্যাকেট পরা এক কর্মী বৃদ্ধকে লাঠি দিয়ে আঘাত করেন। বৃদ্ধকে হাতে থাকা ব্যাগ দিয়ে আত্মরক্ষা করতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের নিরাপত্তাকর্মীদের প্রধান ইউসুফ হারুন গণমাধ্যমকে বলেন, ওই সময় আমাদের প্রক্টর অফিসের তিনজন স্টাফ ছিলেন, সাথে ছিলেন সর্বমিত্র চাকমা।
এ বিষয়ে জানতে সর্বমিত্র চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।
তবে এ প্রসঙ্গে তিনি নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বারবার সরানোর পরও ওই বৃদ্ধ ক্যাম্পাস ছাড়ছিলেন না। তার সঙ্গে থাকা আরেক বৃদ্ধের কাছ থেকে আগেও গাঁজা পাওয়া গেছে’, বলে দাবি করেন তিনি।
তিনি আরও লিখেছেন, ‘এই লোকগুলোকে তোলা খুব কঠিন। ভয় না দেখালে ওঠে না। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, শুধু চাই ক্যাম্পাস হোক ভবঘুরে ও মাদকমুক্ত।’
সর্বমিত্র চাকমা আরও লেখেন, ‘প্রক্টরিয়াল টিমের সঙ্গে রাতে দায়িত্ব পালন আমার কাজ নয়, তবে নিরাপদ ক্যাম্পাসের জন্য আমি কাজ করেছি। এখন থেকে মাঠে থাকব না।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

