ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ইউসিবির ২৩২তম শাখা এখন হাজীগঞ্জে আধুনিক ব্যাংকিং সেবার নতুন দিগন্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৪:০১ এএম

সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে চাঁদপুর জেলার হাজীগঞ্জে। গত সোমবার নতুন শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তি, ইউসিবির হাজীগঞ্জ শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।