ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

শ্রমিকের মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:১৯ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকা থেকে ইমন মাতব্বর (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ইমন মাতব্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ছলিনদিয়া গ্রামের ইলিয়াস মাতব্বরের ছেলে। তিনি কালিয়াকৈরের হরতকিতলা এলাকার মান্নানের বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয়রা ও পুলিশ জানায়, কয়েক মাস আগে ইমনের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।