ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

বৃত্তি প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:২৫ এএম

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির জানান, ২০২৩ ও ২৪ সালের মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রাথমিক পর্যায়ে ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও মাধ্যমিক পর্যায়ে ৭১ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে ১ জন করে ট্যালেন্টপুলে ও ৬ জন শিক্ষার্থীকে উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হয়েছে।