গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ও সত্য উদ্ঘাটনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী সুব্রত চন্দ্র দাস। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার মালিকানাধীন দোকানটি গৌরাঙ্গ চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছিল। দীর্ঘদিন বকেয়া ভাড়া থাকায় তিনি দোকান ছাড়ার অনুরোধ করেন। ৩০ আগস্ট বিবাদী এক অঙ্গীকারনামার মাধ্যমে দোকান ঘর ছাড়েন। তবে ৩১ অক্টোবর, তিনি দাবি করেন, গৌরাঙ্গ চন্দ্র দাস ও তার সহযোগীরা তার দোকানে হামলা চালিয়ে লুটপাট করে। এরপর গৌরাঙ্গ চন্দ্র দাস তার ও আরও ৫ জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দায়ের করেন। সুব্রত চন্দ্র দাস আরও জানান, তিনি যে জমি সাফ কাগজপত্রসহ কিনেছেন, সেখানে বিবাদীরা নানা ধরনের হয়রানি চালাচ্ছে, যার ফলে তিনি ব্যবসা পরিচালনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী প্রশাসনের প্রতি দাবি জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

