চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বুরুমছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্বপাড়া ইউসুফের বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সিইউএফএল সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ ১০৭০৬ ক্যাপ্টেন কাউসার হোসেন (৩৮ এডি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৬ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৮৭ হাজার ৫০৪ টাকা, একটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে আটকরা হলেনÑ মো. নুর হোসেন (৩৩), সানোয়ারা বেগম (২৫) এবং আবদুল গফুর (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক আসামিদের ও জব্দকৃত মালামাল আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছি।

