গতকাল শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে সর্বোচ্চ রান করেছেন রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও ওপেনার লরা উলভার্ট।
এবারের আসরে ৯ ম্যাচ ও ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৫৭১ রান করেন উলভার্ট। তার ব্যাটিং গড় ৭১.৩৭ এবং স্ট্রাইক রেট ৯৮.৭৮। নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েছেন তিনি। ২০২২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির করা ৫০৯ রানের রেকর্ড ভেঙে দেন উলভার্ট।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের নান্দনিক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তুলে আনেন এই ডান-হাতি ব্যাটার। ভারতের বিপক্ষে ফাইনালেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তবে তার ১০১ রানের ইনিংস দলকে শিরোপা এনে দিতে পারেনি।
আইসিসির সর্বশেষ তিন টুর্নামেন্টেই সর্বোচ্চ রানের মালিক হয়েছেন উলভার্ট। গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ২২৩ রান করেছিলেন তিনি। তারও আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে করেন ২৩০ রান।
উলভার্টের পর এবারের ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন চ্যাম্পিয়ন ভারতের স্মৃতি মান্ধানা। ৯ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে তিনি করেন ৪৩৪ রান, গড় ৫৪.২৫।
তৃতীয় সর্বোচ্চ রান করেছেন সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। ৫ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১ হাফ-সেঞ্চুরিতে তার সংগ্রহ ৩২৮ রান, গড় ৮২.০০।
অন্যদিকে, বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ভারতের অফ স্পিনার দিপ্তি শর্মা। ৯ ইনিংসে ৮১.২ ওভার বল করে ২২ উইকেট নিয়েছেন তিনি; খরচ করেছেন ৪৪৯ রান। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট-বল হাতে দেখিয়েছেন অলরাউন্ড নৈপুণ্য। ব্যাটিংয়ে ৫৮ বলে ৫৮ রান করার পর বোলিংয়ে ৩৯ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। পুরো আসরে ২১৫ রান ও ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন দিপ্তি।
দিপ্তির পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেন অস্ট্রেলিয়ার পেসার আনাবেল সাদারল্যান্ড—৭ ইনিংসে ১৭ উইকেট। সমান ম্যাচে ইংল্যান্ডের সোপিয়া একলেস্টোন ১৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

