ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৭:০২ পিএম
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবি আরএম নামে এক স্টিল মিল কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন। এ সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা  ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টিল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দিই-দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন। মঙ্গলবার (০৪ নভেম্বর) শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিক পক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন। পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

কারখানার মালিক আবুল কালাম বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে, তাদের দাবিদাওয়া পরিশোধ করে দেব। শ্রমিকরা কাজে যোগদান করেছেন।’

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।