ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

বিএনপির রিজভী-রুমিন মনোনয়ন না পাওয়ায় হতাশ হিরো আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৯:৫৫ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ (বামে), আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম (মাঝে) ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা (ডানে)। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মতো ত্যাগী নেতারা মনোনয়ন না পাওয়ায় ‘ব্যথিত’ হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচন প্রসঙ্গে রূপালী বাংলাদেশের সঙ্গে আলোপকালে মঙ্গলবার (৪ নভেম্বর) এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

হিরো আলম বলেন, ‘কঠিন সময়ে আমার প্রিয় নেত্রী রুমিন ফারহানা মাঠে ছিলেন। তাকে সবসময় রাজপথে দেখেছি। দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। আজ তাকে মনোনয়ন দেওয়া হলো না। রিজভী (রুহুল কবির রিজভী) স্যারকেও মনোনয়ন দেওয়া হলো না। যারা ত্যাগী তাদের বঞ্চিত করা হলো। এটা আমার কাছে অনেক কষ্ট লেগেছে।’

রুহুল কবির রিজভী ও রুমিন ফারহানার মতো নেতাদের মনোনয়ন থেকে বঞ্চিত করে বিএনপি ‘ভুল’ করছে বলেও মনে করেন তিনি। ত্যাগীদের বঞ্চিত করে ‘তেলবাজ ও চামচাদের জায়গা দেওয়ার কারণে’ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।


হিরো আলম বলেন, ‘বিএনপির আন্দোলনের সময় যারা মাঠে ছিল—যেমন রিজভী স্যার, রুমিন ফরহানা আপা—ওনারা অলটাইম মাঠে ছিল, আর কালকে যেসমস্ত কিছু নেতার নাম ঘোষণা করেছে আন্দোলনের টাইমে তাদের খোঁজেই পাইনি আমরা।’

‘এখন এই সমস্ত নেতারা যদি (এমপি) হয়ে যায় তাহলে মানুষ দলের প্রতি বিমুখ হবে। এটা দলের জন্য ক্ষতিকর’, যোগ করেন তিনি।

ত্যাগীদের মূল্যায়ন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বানও রাখেন এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর।

হিরো আলম বলেন, ‘আমাদের দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশে বলতে চাই, আপনি মানুষের কান কথা না শোনে যারা বিএনপির জন্য ত্যাগ শিকার করেছে তাদেরকে মনোনয়ন দেবেন। এটাই আমি মনে করি।’

এর আগে গতকাল সোমবার (৩ নভেম্বর) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। যদিও দলীয় নেতা ও জোটের দলগুলোর জন্য এখনো ৬৩ আসন ফাঁকা রেখেছে দলটি। এর মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনটিও ফাঁকা আছে।

তবে ওই ঘোষণা আসার পরপরই ফেসবুকে পোস্ট দিয়ে রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় নিন্দা জানান হিরো আলম।

তিনি লিখেছেন, ‘বিএনপির দুঃসময়ের সাথি, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি।’

‘বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহু গুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।’

হিরো আলম আরও বলেন, ‘সেই সঙ্গে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।’